- বাংলাদেশ
- শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে প্রধানমন্ত্রী
শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শিরোনামের এই কনসার্টে মঞ্চে গাইবেন বিশ্বের সঙ্গীত জগতের বড় তারকা এ আর রহমান।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর ‘রক্তে সাগর পেরিয়ে এসেছি’ গান গেয়ে শোনান সংসদ সদস্য শিল্পী মমতাজ। তার গানের পর এ আর রহমানের পরিবেশনার কথা রয়েছে। টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন তিনি। এবারের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করার কথা রয়েছে তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কনসার্ট বিকাল ৫টার দিকে শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনার মধ্য দিয়ে।
নিজেদের জনপ্রিয় গান ‘চাঁদ তারা’ দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা, এরপর মাইলস গেয়ে শোনায় ‘নীলা’সহ বিভিন্ন গান।
মন্তব্য করুন