বাংলাদেশ টেকসই উন্নয়নে পিপিপির ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে পিপিপি কর্তৃপক্ষ ও ইউএনডিপির আয়োজনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এ আয়োজনে মহামারি পরবর্তী ও বৈরী জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশের টেকসই উন্নয়নে পিপিপির ভূমিকা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। 

এতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ একেএম মামুনুর রশীদ ‘ক্লাইমেট স্মার্ট পিপিপি’ বিষয়ে বক্তৃতা উপস্থাপন করেন। 

পাবলিক প্রাইভেট পারটনারশিপ কৃর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব সুলতানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ  আলদুহাইলান এবং বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।