বগুড়ায় হঠাৎ বেগুন, শসা ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়েছে। শুক্রবার বেগুন ও শসার কেজি বিক্রি হয়েছে ৪০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে। কিন্তু শনিবার সকাল থেকেই বেগুন, শসা ৮০ টাকা ও কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দ্বিগুণ দামে বিপাকে পড়েছেন ক্রেতারা।

বগুড়া শহরের ফতেহ আলী বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

শনিবার কথা হয় আয়েশা আক্তার নামে এক গৃহিণীর সঙ্গে। তিনি বলেন, 'শুক্রবার বেগুন, শসা ৪০ টাকায় কিনেছি। এখন কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।'

ফতেহ আলী কাঁচাবাজারের দোকানি মোমিনুল ইসলাম মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে বলেন, 'শুক্রবার যে বেগুন, শসা ৪০ টাকায় বিক্রি করেছি, তা আজ (শনিবার) ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।'

দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, 'রোজার আগে হঠাৎ চাহিদা বেড়ে গেছে। কিন্তু সে পরিমাণ আমদানি নেই। বেশি দামে কিনতে হচ্ছে বিধায় বেশি দামে বিক্রি করছি।'

বগুড়া কৃষি বিপণন বিভাগের মাঠ ও বাজার পরিদর্শক মো. আবু তাহের বলেন, 'বাজার পরিদর্শন করতে গিয়ে দেখতে পেলাম হঠাৎ বেগুন, শসা ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়েছে। শুক্রবারেও এমন দাম ছিল না।'