- বাংলাদেশ
- বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ, ১৮ মে গণশুনানি
বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ, ১৮ মে গণশুনানি

গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর ১৮ মে গণশুনানির আয়োজন করবে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সূত্র জানিয়েছে, গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৮ এপ্রিলের মধ্যে নাম তালিকাবদ্ধ করতে হবে।
বিদ্যুতের একক ক্রেতা বিপিডিবি। নিজেরা উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ কিনছে সংস্থাটি। পিডিবি ৫টি বিতরণ কোম্পানির কাছে পাইকারি দরে বিক্রি করে আসছে। আর নিজেরা ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শহরাঞ্চলে বিতরণ করে যাচ্ছে।
এদিকে গত মাসে গ্যাসের দাম বৃদ্ধির ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে গ্যাসের দর গড়ে ১১৭ শতাংশ বাড়ানো আবেদন করে পেট্রোবাংলার ৬ টি বিতরণ কোম্পানি। তবে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি গ্যাসের দাম ২০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে। এ বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি।
মন্তব্য করুন