- বাংলাদেশ
- সিমাগো ইনস্টিটিউশন্স র্যাংকিংয়ে দেশসেরা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়
সিমাগো ইনস্টিটিউশন্স র্যাংকিংয়ে দেশসেরা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সম্প্রতি একটি র্যাংকিং প্রকাশ করেছে চীনের সিমাগো ইনস্টিটিউশন্স। এতে প্রথম স্থান অধিকার করেছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এপ্রিল ২০২২ সংস্করণের প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি সামগ্রিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি উদ্ভাবনে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক মূল্যায়নে নবম স্থান অর্জন করে।
এই সাফল্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
মন্তব্য করুন