- বাংলাদেশ
- এফডিআরের অর্থ আত্মসাত: স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
এফডিআরের অর্থ আত্মসাত: স্ট্যান্ডার্ড ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

এফডিআরের অর্থ আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকার শ্যামপুরের মুন্সিখোলা শাখার এস.এ.ভি.পি (সাবেক ম্যানেজার) রফিক মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদী গত ৭ এপ্রিল কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০ কোটি টাকার ৫৮টি এফডিআরের টাকা অবৈধভাবে স্থানান্তর, হস্তান্তর করে অর্থের উৎস, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে ১৮ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাত করেন।
অর্থ আত্মসাতের ঘটনার বিবরণে বলা হয়, মুন্সিখোলা শাখার এফ.এ.ভি.পি. মো. জসিম উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে আটক আসামী রফিক মাহমুদের বিরুদ্ধে কদমতলী থানায় অভিযোগ দিয়েছিলেন।
তাতে বলা হয়, আসামি রফিক মাহমুদ ব্যাংকের ওই শাখায় ২০১৬ সালের ১০ নভেম্বর থেকে চলতি বছরের ২৩ মার্চ তারিখ পর্যন্ত শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
ওই সময়ের মধ্যে তিনি গত বছরের ২৭ জুন থেকে চলতি বছরের ২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন নামে ব্যাংকের নিয়মনীতি অনুসরণ না করে ৩০ কোটি টাকার ৫৮টি এফডিআর খুলেন। ওইসব এফডিআরের অর্থের উৎস, গ্রাহকের পরিচিতি, প্রকৃত সুবিধাভোগী ইত্যাদি অনুসন্ধান না করে এবং গ্রাহকের চলতি সঞ্চয়ী হিসাব খুলে সরাসরি তার পরিচিত আত্মীয়-স্বজনের নামে এফডিআর খুলেন। পরে তিনি সেগুলো নিজেই পরিচালনা করেন।
এজাহারে আরও বলা হয়, আসামি ব্যাংকের কর্মকর্তা হওয়া সত্ত্বেও ব্যাংকের সঙ্গে বিশ্বাসভঙ্গ করে ১৮ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাত করেছেন মর্মে তার বিরুদ্ধে কদমতলী থানায় এজাহার জমা দেওয়া হয়েছিল। এতে আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছিল।
অভিযোগটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সেটি এজাহার হিসেবে রেকর্ড না করে জিডি হিসেবে গ্রহণ করা হয়েছিল। পরে অভিযোগটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়। দুদক অভিযোগটি পরিপূর্ণভাবে অনুসন্ধান করে মামলা দায়ের করেছে।
দুদকের মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে; যা শাস্তিযোগ্য অপরাধ।
মন্তব্য করুন