- বাংলাদেশ
- পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

শেখ হাসিনা ও শাহবাজ শরিফ
ইমরান খানের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে এক টুইটে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ অঞ্চলের অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনের পথে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবিলায় এখানকার সবার অবশ্যই একসঙ্গে কাজ করা উচিত।’
গত শনিবার রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। পাকিস্তানের স্বাধীনতার পর এই প্রথম সে দেশের কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন।
ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআই থেকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রার্থী হন। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা পার্লামেন্ট (জাতীয় পরিষদ) থেকে গণপদত্যাগ করে ওয়াক আউট করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।
মন্তব্য করুন