- বাংলাদেশ
- ঢাবি গ্রন্থাগারে বই উপহার দিলেন আতিউর রহমান
ঢাবি গ্রন্থাগারে বই উপহার দিলেন আতিউর রহমান

ঢাবির উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে বই উপহার দেন ড. আতিউর রহমান - সমকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রন্থাগারের জন্য নিজের লেখা ৭৩টি বই উপহার দিয়েছেন অধ্যাপক ড. আতিউর রহমান।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ঢাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে তার আড়াই বছরের কর্মকাণ্ড তুলে ধরতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎকালে এসব বই উপহার দেন তিনি।
এছাড়া বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে লেখা বইগুলোর মধ্য থেকে ১২টি বইয়ের এক সেট করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইতিহাস বিভাগ, কলা অনুষদের ডিন এবং উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রকে উপহার দেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. নাসির উদ্দিন মুন্সী উপস্থিত ছিলেন।
ড. আতিউর রহমান বলেন, বইগুলোই আমার সম্পদ, সাধনার ফসল। আমি সত্যিই আবেগাপ্লুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমি গ্রামের ছেলে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি নিজেকে গড়ার সুযোগ পেয়েছিলাম।
নিজ উদ্যোগে বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপকের দায়িত্বের জবাবদিহিতা তুলে ধরায় ড. আতিউর রহমানের প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নিজের জবাবদিহিতা নিজেই নিশ্চিত করা সত্যিই প্রশংসনীয়। এর আগে আমরা তা দেখিনি।
২০১৯ সালের ৩১ অক্টোবর ড. আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্থাপিত বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপকের দায়িত্বেও রয়েছেন। নিয়োগ পাওয়ার পর গত আড়াই বছরে তিনি ২৩টি বই লিখেন। এসব বইয়ের মধ্যে ১০টি বই বঙ্গবন্ধু বিষয়ক। বাকিগুলো বাংলাদেশ বিষয়ক। এরমধ্যে বাংলা ভাষায় লিখেছেন ৬টি ও ইংরেজি ভাষায় ৭টি বই লিখেছেন। ১৮টি বই প্রকাশিত হয়েছে। বাকি ৫টি বই প্রকাশিত হবে।
মন্তব্য করুন