অন্যান্য দেশের মতো বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পথশিশু দিবস পালিত হয়েছে। এ সময় পথশিশুদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা 'এক রঙা এক ঘুড়ি', 'আপন ফাউন্ডেশন' ও 'স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের যৌথ উদ্যোগে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে শোভাযাত্রা ও মানববন্ধন হয়। এতে অংশ নেয় পথে ও বস্তিতে থাকা শিশুদের জন্য প্রতিষ্ঠিত ঘুড়ি স্কুল ও আপন স্কুলের শিশুরা। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও পরে খাবার বিতরণ করা হয়।

'এক রঙা এক ঘুড়ি'র প্রতিষ্ঠাতা কবি নীলসাধুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন স্ক্যান সভাপতি জাহাঙ্গীর নাকির ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আফতাবুজ্জামান, ঘুড়ি স্কুলের প্রধান শিক্ষক কবি শিমুল আহমেদ, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ।

বিষয় : বিশ্ব পথশিশু দিবস

মন্তব্য করুন