বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১৫-১৭ এপ্রিল দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে গণঅবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা এবং পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, ঈদের আগে শ্রমিকের বেতন-বকেয়া-বোনাস পরিশোধ এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে আগামী শনিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ঢাকায় বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও পদযাত্রা করা হবে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গতকাল বুধবার এক বিবৃতিতে দেশব্যাপী গণঅবস্থান-বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।