চলমান ডায়রিয়া প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর সংক্রমণপ্রবণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে ডায়রিয়া ও কলেরার মুখে খাওয়ার টিকা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ এলাকার মানুষ এ সুবিধা পাবেন। এসব এলাকার গর্ভবতী নারী ছাড়া এক বছরের বেশি সব বয়সের মানুষ পরপর দুই মাসে দুই ডোজের এ টিকা পাবেন।

তিনি জানান, আগামী মে মাসে প্রথম ডোজ এবং জুনে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। টিকা পেতে এসব এলাকার বাসিন্দাদের নিবন্ধনের প্রয়োজন হবে না। টিকা গ্রহণের সময়সূচি স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে অবহিত করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। এর মধ্যে ৩৬ হাজার ৯১২ জন রাজধানী ঢাকার বাসিন্দা। সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে, ৬৬ হাজার ৪৬ জন। এরপর খুলনায় ৩৬ হাজার ২০৯ জন, চট্টগ্রামে ১৮ হাজার ৪১৬ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৮৪ জন, সিলেটে ১১ হাজার ১৯৩ জন, রংপুরে ১০ হাজার ৫৬৫ জন, ময়মনসিংহে ৯ হাজার ৯০৯ জন এবং বরিশালে ৫ হাজার ৪১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মার্চের মাঝামাঝি থেকে রাজধানীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআর'বি) হাসপাতালে রেকর্ডসংখ্যক রোগী ভর্তি হতে থাকে। এখনও প্রতিদিন গড়ে ১৩০০ রোগী ভর্তি হচ্ছে। এক মাসেও পরিস্থিতির উন্নতি হয়নি। আইসিডিডিআর'বি গত মঙ্গলবার পর্যন্ত ডায়রিয়াজনিত কারণে পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন উপস্থিত ছিলেন।