- বাংলাদেশ
- মুজিবনগর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা
মুজিবনগর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পতাকা উত্তোলন করা হয়
আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। মুজিবনগর দিবস উপলক্ষে আজ (রোববার) বেলা সাড়ে দশটায় মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সংসদ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে শেখ হাসিনা মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদর্শন করে। এরপর কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হয় মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদর্শন করা হয় গীতি নাট্য ‘জল মাটি ও মনুষ’।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে
স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমানে মুজিবনগর দিবসটি বি ক্যাটাগরি রাষ্ট্রীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুজিবনগর দিবসটি এ ক্যাটাগরি রাষ্ট্রীয় দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়েছে। আশা করছি ক্যাবিনেট মিটিংয়ে এ বিষয় উত্থাপন হলে এ ক্যাটাগরি দিবস হিসেবে মুজিবনগর দিবস পালন সম্ভব হবে। সেই সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু করা সম্ভব হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি বলেছে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, আফগানিস্তান হয়ে যাবে। তারা খালেদা জিয়ার মুক্তি চায়। বাস্তবতা হলো- বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের মহাসড়কে। এখানে শ্রীলঙ্কা বা আফগানিস্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, খালেদা জিয়া আদালতে দণ্ডপ্রাপ্ত। সরকার মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে থাকতে দিয়েছে। বিএনপি চায়না খালেদা জিয়া বাইরে থাক। তাই তারা সব সময় আবোল-তাবোল বলে বেড়াচ্ছে।
মন্তব্য করুন