- বাংলাদেশ
- ইস্টার সানডে পালিত
ইস্টার সানডে পালিত

নানা আয়োজনে রোববার পালিত হয়েছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব 'ইস্টার সানডে'। এ উপলক্ষে প্রতিটি গির্জা সাজানো হয় বর্ণিল সাজে।
সকাল থেকেই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রার্থনা করা হয়েছে এসব আয়োজনে।
খ্রিষ্টধর্মীয় বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্টের মৃত্যুর তৃতীয় দিনে তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রোববার ইস্টার সানডে হিসেবে পালিত হয়। দেশে দেশে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা আয়োজন করেন নানা অনুষ্ঠানের।
২০০০ বছর আগে ইসরায়েলের বেথলেহেমে এক গোশালায় জন্ম নেন যিশুখ্রিষ্ট। ধনী-দরিদ্র সব মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন তিনি। মানুষের মুক্তির জন্য ন্যায় ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ক্রুশবিদ্ধ হন।
এ উপলক্ষে রোববার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে প্রার্থনা সভা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো বড় পরিসরে পালিত হয়েছে ইস্টার সানডে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে পাঁচ শতাধিক মানুষ সমবেত প্রার্থনায় অংশ নেন।
মন্তব্য করুন