- বাংলাদেশ
- আশ্রয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে: আইনমন্ত্রী
আশ্রয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত দেশের সবচেয়ে আশ্রয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবেনা।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার কসবার মনকাশাইর এলাকায় নির্মিতব্য দেশের সবৃবৃহৎ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় তিনি পরিদর্শন বইয়ে তার মতামত পেশ করেন এবং নির্মিতব্য আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ আইনমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন।
মন্তব্য করুন