- বাংলাদেশ
- ছয়দিন পর করোনায় ২ মৃত্যু, শনাক্ত ৩৬
ছয়দিন পর করোনায় ২ মৃত্যু, শনাক্ত ৩৬

টানা ছয় দিন মৃত্যুহীন থাকার পর গত একদিনে দেশে দুইজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শুন্য দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ১২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৫৫ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।
গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, যাদের মধ্যে ২৭ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
মন্তব্য করুন