খুলনায় ঈদের আগে বকেয়া পাওনা পরিশোধ ও পাটকল চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে এ মানবববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়ক রুহুল আমিন। সঞ্চালনা করেন খালিশপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির। মানববন্ধনে বক্তব্য দেন পাটকল শ্রমিক নেতা মো. শফিউদ্দিন, মনির হোসেন, আব্দুল হাকিম, মো. শামীম খান, উজ্জ্বল আহমেদ, মো. সুমন, মো. আসিফ, আবু হানিফ, মোশাররফ হোসেন, নাসিমা আক্তার, আলমগীর হোসেন, শহীদুল ইসলাম, মো. শ্যামল, লেখক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক আ ফ ম মহসিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সামিউল ইসলাম অরিক প্রমুখ।

বক্তারা বলেন, খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ সব মিলের বদলি শ্রমিকদের এরিয়ার টাকা ও স্থায়ী শ্রমিকদের বকেয়া সব টাকা ঈদের আগেই পরিশোধ করতে হবে। নাম ও মামলা জটিলতায় যেসব শ্রমিকের পাওনা টাকা আটকে রয়েছে তাদের টাকাও ঈদের আগে প্রদান করতে হবে। এ সময় বক্তারা বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার চালু করারও দাবি জানান।

শ্রমিকের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন কবি ও নাট্যকার রোমেল রহমান, খুলনা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা শাহেদ শুভ, মেহেদি হাসান। মানববন্ধনে পাটকল শ্রমিক, শ্রমিক পরিবারের সদস্য, শিক্ষার্থী ও নাগরিক নেতারা অংশগ্রহণ করেন।