- বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি/ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় কেউ মারা যাননি। ২০২০ সালের ৫ এপ্রিলের পর একদিনে শনাক্ত রোগীর সংখ্যা আজই সবচেয়ে কম। সেদিন ১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।
শুক্রবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৫ মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। আর ৪ এপ্রিলের পর তা ৬০ ছাড়ায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার নমুনা পরীক্ষা করে এই ২১ জন রোগী শনাক্ত হয়। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৬ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন হয়েছে।
এ নিয়ে টানা তিন দিন কোভিডে মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। মহামারিতে মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৭৩ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩০ হাজার ৫৬৩ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার এখনও সুস্থ হননি।
গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ১৪ জন ঢাকা বিভাগের, যাদের মধ্যে ১২ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
মন্তব্য করুন