সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) নামের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাম রয়েছে বলে প্রচার হলেও নামের বানানে রয়েছে গরমিল। এ ছাড়া ইউসিএর ওয়েবসাইট ঘুরেও নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞার বিষয়টি বিভ্রান্তিকর ও তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয় বলে দাবি করেছে কুবি প্রশাসন। বিষয়টি স্পষ্ট করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টসের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছেন কুবি উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন।

কুবি উপাচার্য বলেন, ওই তালিকায় কুমিল্লা ইউনিভার্সিটি নামে দুটি নাম এসেছে; তবে তার কোনোটিই আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়। ওই দুটি বিশ্ববিদ্যালয়ের নামের বানানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের বানানের মিল নেই।