- বাংলাদেশ
- ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শুক্রবার সকাল ১১টা থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে মানুষ - সমকাল
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শনিবার শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থান থেকে এবার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি লাগবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে এবার ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।
মন্তব্য করুন