সেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড কানেকশনে'র উদ্যোগে 'ইয়ুথ লিডারশিপ ট্রেনিং' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় টিম ও এডমিন প্যানেল সদস্যদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কামরুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি আ ন ম আবরার।

এতে সভাপতির বক্তব্যে কামরুল হাসান বলেন, তরুণ সমাজ নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সহ-সম্পাদক মিজান শাজাহান, "পিয়ন" এর কো-ফাউন্ডার আসাদুজ্জামান জয় ও দ্বীপ শিখা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট কাওসার আহমেদ। ট্রেনিং এর মূল বক্তব্য প্রদান করেন ব্লাড কানেকশনের ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ।  এতে আরও বক্তব্য রাখেন রুমানা রায়হান, ডাক্তর জান্নাতুল ফেরদৌস কেয়া, মানসুরা হক, তানজিলা রহমান, ফারহান ইশরাক।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবাইয়া সুলতানা বাণী, সাইফুল ইসলাম, ফজলে রাব্বি ফরহাদ, বায়েজিদ, ইসমাইল, হাসিবুর রহমান, অয়ন দেবনাথ, মুহাম্মদ আব্দুল্লাহ, মাহমুদুল হাসান, মাহমুদ আফ্রিদি প্রমুখ।

বিষয় : ব্লাড কানেকশন

মন্তব্য করুন