- বাংলাদেশ
- বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে গরম
বৃষ্টির প্রবণতা কমবে, বাড়বে গরম

গত শুক্রবার দিনদুপুরে আকাশে কালো মেঘ জমে নেমে এসেছিল রাতের আঁধার। বয়ে গেছে কালবৈশাখী ঝড়। তবে আজ শনিবার ঝড়-বৃষ্টি তো নেই, বরং তীব্র গরমে নাকাল মানুষ। আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি কমে যেতে পারে, থাকবে তীব্র রোদ।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন