- বাংলাদেশ
- মৃত্তিকা সম্পদের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান
মৃত্তিকা সম্পদের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের অনিয়ম, দুর্নীতি খুঁজে বের করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ এপ্রিল রাজধানীতে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ ও রুহুল আমিনের সমন্বয়ে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
বিধান কুমারের বিরুদ্ধে একাধিক গাড়ি ব্যবহার, ২০২১ সালের জুনে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ফিল্ড অফিসের আসবাব কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। এ ছাড়াও তার বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া ও নিয়ম বহির্ভূতভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৬৩ জন জনবল নিয়োগের অভিযোগ আছে। অভিযানে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা সংশ্লিষ্ট বিষয়ের রেকর্ডপত্র সংগ্রহ করেছেন। এসব নথি পর্যালোচনা করে শিগগির কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
মৌলভীবাজারে অভিযান: একই দিন জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অভিযোগ খতিয়ে দেখতে যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম। অভিযানে সংশ্লিষ্টদের মোবাইল ফোনের কল লিস্ট ও বার্তা আদান-প্রদানের রেকর্ড পর্যালোচনা করে এক হিসাবরক্ষক ও চার আনসার সদস্যের বিরুদ্ধে অবৈধ লেনদেনের সত্যতা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।
মন্তব্য করুন