- বাংলাদেশ
- ছিনতাইয়ের শিকার যুবক, পুলিশে অভিযোগ জানাতে গিয়ে ভোগান্তির অভিযোগ
ছিনতাইয়ের শিকার যুবক, পুলিশে অভিযোগ জানাতে গিয়ে ভোগান্তির অভিযোগ

গ্রামের বাড়ি শরীয়তপুর যাওয়ার পথে রাজধানীর ধোলাইখাল এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুরান ঢাকার কলেজশিক্ষার্থী বিল্লাল হোসেন। তিনি অভিযোগ করেছেন, ছিনতাইয়ের অভিযোগ নিয়ে সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে অভিযোগ জানালে তারা তা ‘হেসে উড়িয়ে দেন’।
গত মঙ্গলবার সকাল আনুমানিক সকাল সোয়া ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময়ে সঙ্গে তার ছোট বোন ছিল। সব হারিয়ে শেষ পর্যন্ত তারা গ্রামে না গিয়ে ঢাকার ভাড়া বাসায় চলে যান।
পুলিশ সদস্যরা সূত্রাপুর থানায় অভিযোগ জানাতে বললেও ঘটনাটি আদৌ সূত্রাপুর থানার মধ্যে পড়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিল্লাল হোসেনের ভাষ্য অনুযায়ী, মুরগিটোলা মোড় থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে ব্র্যাক ব্যাংকের যে বুথটি রয়েছে, তা সূত্রাপুর থানা এলাকার মধ্যে পড়ে না।
বিল্লাল তবুও সূত্রাপুর থানায় যান। সেখানে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ জানায়, আইএমআই নাম্বার ছাড়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব নয়।
ঘটনার বিবরণ দিয়ে বিল্লাল বলেন, মীর হাজীরবাগের বাসা থেকে রিকশায় সদরঘাটে যাচ্ছিলেন। ধোলাইখাল ট্রাক স্ট্যাণ্ডের আগে একটি রাস্তার মুখে তাদের বহনকারী রিকশাটি পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিছুটা ধাক্কা দেয়। এতে তারা থেমে যেতেই অটোরিকশা থেকে ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি বের হয়। তা ঠেকিয়ে বোনের সঙ্গে থাকা ব্যাগটি টেনে নিয়ে দ্রুত চলে যায়। কিছু বুঝে উঠার আগে একেবারে অল্প সময়ে এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে ফের বাসার দিকে ফিরে আসেন।ব্যাগে নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।
থানায় মামলা করেছেন কি-না জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছি। রিকশাচালক বাবার কষ্টের অনেকগুলো টাকা গেছে। এই টাকাগুলো দীর্ঘদিন ধরে জোগাড় করে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। এর ভার সহ্য করা তার মতো গরীব পরিবারের পক্ষে কষ্টকর। তবুও আত্মীয়-স্বজনদের কথায় আজ বুধবার সূত্রাপুর থানায় গিয়েছিলাম। কিন্তু ছিনতাইকারীরা নিয়ে যাওয়া মোবাইল ফোনের আইএমআই বলতে পারিনি বলে জিডি বা মামলা নেয়নি।’
সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় সমকালকে বলেন, আইএমইআই না থাকলে তো মোবাইল উদ্ধার করা যাবে না। এজন্য হয়তো তা চাওয়া হয়েছে।
অবশ্য ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের একজন কর্মকর্তা সমকালকে বলেন, ছিনতাই হওয়া মোবাইল সেটটিতে ব্যবহূত নম্বর থাকলেই আইএমইআই নম্বর বের করা সম্ভব হবে।
মন্তব্য করুন