বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক গাজীপুর সিটি করপোরেশন মেয়র অধ্যাপক এম এ মান্নানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জরুরিভাবে ভর্তি করা হয়েছে। ২৭ এপ্রিল রাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী অধ্যাপক মান্নান দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকা সময়ে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। বিভিন্ন মামলায় তিন বছর জেল খাটেন তিনি। পরে ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

অধ্যাপক মান্নানের পরিবার ও দলের পক্ষ থেকে আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন।