নেদারল্যান্ডসে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে সরকারিভাবে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ছয় মাসব্যাপী এ মেলা শুরু হয়েছে ১৪ এপ্রিল, চলবে ৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ ৩২টি দেশ অফিসিয়াল পার্টনার হিসেবে প্রদর্শনীতে অংশ নেয়।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

মেলার মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়ার পাশাপাশি দেশের মর্যাদা নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের কাতারে শামিল হতে দ্রুত অগ্রসর হচ্ছে। আমরা কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছি। আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা চলছে। এ এক্সেপোতে অংশগ্রহণের মাধ্যমে কৃষিক্ষেত্রে দেশের অর্জিত বিস্ময়কর সাফল্য ও কৃষিপণ্যের রপ্তানির সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে।

মন্ত্রী জানান, সরকারের পাশাপাশি এসিআই, প্রাণ গ্রুপ, হাশেম ফুডস, স্কয়ার ফুডস, গ্লোবপ্যাক ফুডস, বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড আ্যালাইড প্রডাক্টস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনসহ প্রায় ২০টির মতো বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বাংলাদেশ প্যাভেলিয়নে প্রতিদিন প্রায় ৭০০-১২০০ দর্শনার্থী পরিদর্শন করছেন। তারা বাংলাদেশের পণ্যের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন।