শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শাহ্‌ নইমুল কাদের। একইসঙ্গে তত্ত্বাবধায়ক ওই প্রকৌশলীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ্‌ নাইমুল কাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব এবং প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হল। আগামী ১ মে থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রসঙ্গত চলতি দায়িত্বে থাকা বর্তমান প্রধান প্রকৌশলী আরিফুর রহমানের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে।