- বাংলাদেশ
- অবৈধ সম্পদ অর্জন: হাইকোর্টে রুবেল-বরকতের জামিন মেলেনি
অবৈধ সম্পদ অর্জন: হাইকোর্টে রুবেল-বরকতের জামিন মেলেনি

প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে জামিন দেননি হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত জামিন আবেদন মুলতবি করা হয়েছে। রুবেল-বরকতের জামিন শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাইনুল ইসলাম।
প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ১২ নভেম্বর আলোচিত দুই ভাইয়ের বিরুদ্ধে দুটি মামলা করেন দুদকের উপপরিচালক মো. আলী আকবর।
ওই বছরের ৭ জুন রাতে ফরিদপুরের বদরপুর থেকে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে ৯ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন মালামালসহ ম্যাগাজিন ও গুলিসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়।
মন্তব্য করুন