- বাংলাদেশ
- চসিকের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত সকাল আটটায়
চসিকের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত সকাল আটটায়

ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শুক্রবার চসিকের বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। চসিকের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আহমুদুল হক।
এ ছাড়াও সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন