- বাংলাদেশ
- ঈদ জামাতের জন্য প্রস্তুত তেঁতুলতলা মাঠ
ঈদ জামাতের জন্য প্রস্তুত তেঁতুলতলা মাঠ

ফাইল ছবি
এবারের ঈদ তেঁতুলতলাবাসীর জন্য বাড়তি আনন্দের। ঈদের আগে প্রধানমন্ত্রী তাদের উপহার দিয়েছেন খেলার মাঠ। মাঠ ঘিরে তাই গত তিন দিন পুরো পাড়ায় চলছে উৎসবের আমেজ। শনিবার সকাল থেকে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় তেঁতুলতলা মাঠকে। শ্রমিকরা সকাল থেকে মাঠের ভেতরে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। স্থানীয় বাসিন্দাদের তত্ত্বাবধানে মাঠকে ঈদের সাজে সাজানো হয়েছে।
পার্শ্ববর্তী মদিনা মসজিদের মোতাওয়াল্লি কামারুজ্জামান সোহাগকে দেখা গেল কয়েকজন মিস্ত্রিকে বিভিন্ন নির্দেশনা দিতে। তিনি বলেন, প্রতিবছরই এলাকার মানুষ এখানে ঈদ জামাতে অংশ নেন। তবে করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল। এ বছর তারা ঈদ জামাতের প্রস্তুতি নিচ্ছেন।
তেঁতুলতলা রক্ষা আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না বলেন, এবারের ঈদ আমাদের জন্য ভিন্ন রকম। মাঠে এবার ঈদ জামাত ছাড়াও ঈদের দিন উৎসবের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন