- বাংলাদেশ
- পুলিশের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুলিশের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খন্দকার রেজাউর রহমান চয়ন
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় খন্দকার রেজাউর রহমান চয়ন (৪৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চয়ন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
রোববার রিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান সমকালকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে ওই সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মাসের ১৪ এপ্রিল ফরিদপুর সালথা থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন