- বাংলাদেশ
- সমুদ্রপাড়ে পরীমণি ও রাজের ঈদ যেমন কাটছে
সমুদ্রপাড়ে পরীমণি ও রাজের ঈদ যেমন কাটছে

ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। বিয়ের পর পেলেন প্রথম ঈদের দেখা। আর এই উৎসবের দিনটি তারা উদযাপন করতে ছুটে গিয়েছেন সমুদ্রপাড়ে!
ঈদের আগের দিন সকালেই ঢাকা ছেড়েছেন শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। অন্তর্জালে বিমানে উঠার আগ মুহূর্তের ছবি আপলোড করে সেই খবর জানিয়ে ছিলেন ভক্ত অনুরাগীদের।
ঈদের সকালে জানা গেল, ঈদ উদযাপন করতে এ দম্পতি উঠেছেন সমুদ্র শহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে। পরী তার অফিশিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন।
নানা শামসুল হক এবং স্বামী রাজের আরও একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’।
ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। তাদের এই ঈদযাত্রায় নানা ছাড়াও সঙ্গী হয়েছেন তাদের পরিবারের আরও এক সদস্য।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে একে-অপরের প্রেমে পড়েন রাজ-পরী। পরে বিয়ে করেন তারা, পরী জানান তার অন্তসত্বা হওয়ার খবর।
মন্তব্য করুন