ঈদুল ফিতরে টানা চারদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে অফিস খোলা থাকলেও বন্দর সংশ্লিষ্ট কাজে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল কম। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ব্যবসায়ীদের উপস্থিতি ছিল কম থাকায় এদিন পণ্য খালাসও হয়েছে কম। 

তবে দু দেশের মধ্যে যাত্রী পারাপারের জন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট স্বাভাবিক আছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও তা চলে ধীর গতিতে। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৯০ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং ১৬ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। 

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব জানান, পচনশীল পণ্যসহ বিভিন্ন শিল্প কলকারখানার কাঁচামাল বন্দর থেকে ডেলিভারি হয়েছে। আগামী রোববার থেকে বন্দরের কার্যক্রম পুরোদমে চালু হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ছুটির আগে শুল্কায়ন করা ফাইলগুলো বন্দর থেকে খালাশ হচ্ছে।