ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারে উখিয়া শিবিরে থেকে বাইরে যাওয়া ২০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প এলাকার বাইরে থেকে চেকপোস্টে প্রবেশকালে এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, ঈদ উপলক্ষে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অভিযান চালিয়ে বাইরে থেকে ক্যাম্পে প্রবেশের সময় ২০৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। 

ক্যাম্পের বাইরে জরুরি কাজ ছাড়া রোহিঙ্গারা যাতে বের হতে না পারে, সে বিষয়ে শিবিরে টহল জোরদার করা হয়েছে। আটক রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।