- বাংলাদেশ
- অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা, ইজিবাইক চালক গ্রেপ্তার
অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা, ইজিবাইক চালক গ্রেপ্তার

অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর কারণে মুন্সিগঞ্জের সিরাজদিখান লালবাড়ি ব্রীজের ঢালে ইজিবাইকের যাত্রী আলী হোসেন দেওয়ানকে (৫২) পিটিয়ে হত্য করা হয়। তার বাড়ি একই থানার তেলীপাড়ায়। হত্যা মামলার প্রধান আসামি ইজিবাইক চালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের-সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাকিরের বাড়ি সিরাজদিখানের হিরোনি খিলগাঁওয়ে। তাকে বুধবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জাকিরের ডাকে অপর এক মিশুক চালক এসে দুজন মিলে পেটান আলী হোসেনকে। এরপর তাকে পাশের নার্সারীর কাটা তারের বেড়ার মধ্যে ফেলে দিলে বুকে তারের কাটা বিদ্ধ হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। পরবর্তীতে তারা পালিয়ে যান।
এদিকে আশপাশের লোকজন আলী হোসেনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরাজদিখান থানায় হত্যা মামলা হয়। মামলাটি ছায়া তদন্ত করছে সিআইডি।
মন্তব্য করুন