- বাংলাদেশ
- মহিলাবিষয়ক অধিদপ্তরের 'স্বপ্নজয়ী' সম্মাননা পেলেন ১২ মা
মহিলাবিষয়ক অধিদপ্তরের 'স্বপ্নজয়ী' সম্মাননা পেলেন ১২ মা

মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে সম্মাননাপ্রাপ্ত মায়েদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয় - সমকাল
পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার 'বিশ্ব মা দিবস' পালিত হয়। বিশ্ব মা দিবস ২০২২ উপলক্ষে এবারও মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে নির্বাচিত 'স্বপ্নজয়ী' ১২ জন মাকে সম্মাননা প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনের মহিলাবিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে সম্মাননাপ্রাপ্ত মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ২০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।
সম্মাননাপ্রাপ্ত ময়েরা হলেন- মোছাৎ মনজুরা বিবি, লুৎফুন নেসা, মাজেদা বেগম, নার্গিস সুলতানা, আমিনা হক, সেলিনা বেগম, আজমিরা বেগম, মোছাৎ হাজেরা বেগম, রাজিয়া সুলতানা, হালিমা বেগম, মোছাৎ মমতাজ বেগম ও অপর্না চৌধুরী।
অনুষ্ঠানে স্বপ্নজয়ী মায়েরা তাদের সন্তানদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের সংগ্রামের কথা এবং সুপ্রতিষ্ঠিত সন্তানরাও তাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে মায়ের অবদানের কথা ব্যক্ত করেন।
মন্তব্য করুন