- বাংলাদেশ
- তথ্যপ্রমাণের অভাবে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না: অর্থমন্ত্রী
তথ্যপ্রমাণের অভাবে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না: অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, সে তথ্য জানা থাকলেও তথ্যপ্রমাণের অভাবে পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে আশাবাদী মন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে যে অর্থ পাচার হচ্ছে, তা জানা থাকলেও উপযুক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, হুন্ডি বাড়ছে এই কথা ঠিক নয়। তিনি বলেন, বিশ্বব্যাপী পণ্যমূল্যের অস্থিরতায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৫ বিলিয়ন ডলার। এ জন্য এখন বৈধপথে প্রবাসী আয় সংগ্রহে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন ধরনের ব্যবস্থা নিচ্ছে।
অনুষ্ঠানে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কমাতে ডলারের নির্দিষ্ট দর বেঁধে দেওয়ার প্রস্তাব করেন কয়েকজন বক্তা। যদিও এ প্রস্তাবে সহমত পোষণ করেননি বাংলাদেশ ব্যাংক গভর্নর। বক্তারা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হুন্ডির প্রবণতা বেড়েছে। খোলা বাজারে ডলারের বিনিময় মূল্য বেশি পাওয়ায় অনেকেই অবৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে একক ডলারের রেট বেঁধে দেওয়ার দাবি জানান তারা।
মন্তব্য করুন