- বাংলাদেশ
- এ দেশে অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিপূর্ণ করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
এ দেশে অবস্থান রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিপূর্ণ করেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রবীন্দ্রনাথ মূলত আমাদের পূর্ববঙ্গের। পূর্ববঙ্গ বা বাংলাদেশে অবস্থান তাকে পরিপূর্ণ রবীন্দ্রনাথ করেছে, মাটি ও মানুষের সঙ্গে নিবিড় আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। এ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থাপনা। জমিদারি পরিচালনা করতে এসে এসব জায়গায় থেকেছেন কবি; রচনা করেছেন মহামূল্য সাহিত্যকর্ম।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত 'উৎসারিত আলো' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ডা. এ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল কবির, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ম রামেন্দু মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সাবেক আইজিপি নুর মোহাম্মদ এমপি প্রমুখ।
এসইউবি ক্যাম্পাসে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীতশিল্পী শামা রহমান, অণিমা রায় প্রমুখ। আবৃত্তি করেন খ্যাতনামা আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। এ ছাড়া এসইউবির শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, গান ও নৃত্য পরিবেশিত হয়।
মন্তব্য করুন