- বাংলাদেশ
- 'অঙ্কনদের মৃত্যু বিচারহীনতার কারণেই '
'অঙ্কনদের মৃত্যু বিচারহীনতার কারণেই '

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী অঙ্কন বিশ্বাসের মৃত্যু নিয়ে মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশে একের পর এক শিক্ষার্থীদের রহস্যজনক মৃত্যু হচ্ছে। এগুলো স্বাভাবিক মৃত্যু নয়। বিচারহীনতার কারণেই অঙ্কনদের বারবার মৃত্যু হচ্ছে। একটা হাস্যোজ্জ্বল মেয়ে হঠাৎ করে বিষ খেল আর মরে গেল- এমন হতে পারে না। এর পেছনের কারণ খতিয়ে বের করতে হবে। অঙ্কনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়।
জবির ইংরেজি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঙ্কনের মৃত্যুর কারণ উদ্ঘাটনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন হয়। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে লিখিত বক্তব্যে অঙ্কনের সহপাঠী আফসানা বীথি বলেন, আমরা অঙ্কনের এই রহস্যময় মৃত্যুকে মেনে নিতে পারছি না। পরিবার মামলা না করলেই কোনো অস্বাভাবিক মৃত্যু বিনা বিচারে ধামাচাপা পড়তে পারে না।
জবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, অঙ্কন আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত হোক।
জবি ছাত্রী অঙ্কন গত ৮ মে রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর বাসায় 'বিষপান' করে অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রেখে তার স্বামী শাকিল পালিয়ে যান। শাকিল জবির আইন বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
মন্তব্য করুন