- বাংলাদেশ
- ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ, সম্পাদক সরোয়ার
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ, সম্পাদক সরোয়ার

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে নির্বাচন কমিশন ১৩ সদস্যের কমিটি ঘোষণা করেন। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে বাসস’র দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক পদে ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত মুন্না, দপ্তর সম্পাদক পদে এস এম নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে হাবিবুল ইসলাম হাবিব এবং চার সদস্য পদে শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), আব্দুল্লাহ তুহিন (মো. আবদুল্লাহ), আমিনুল ইসলাম মল্লিক ও মাহমুদুল আলম।
মন্তব্য করুন