- বাংলাদেশ
- দেশে টানা ২৯ দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৫
দেশে টানা ২৯ দিন করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৩৫

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। এ নিয়ে টানা ২৯ দিন করোনায় দেশে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। যাদের ৩১ জনই ঢাকা জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনে। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১৬ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৩৫৪ জন সেরে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।
মন্তব্য করুন