ঐতিহাসিক ২০ মে পালিত 'চা শ্রমিক দিবস'-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সমাবেশে এ দাবি জানান বক্তারা।

তাঁরা জানান, ১৯২১ সালে এই দিনে চা শ্রমিকরা মজুরিসহ অধিকার আদায়ের যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তা এই উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত। এই আন্দোলন চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। তাই দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আবশ্যক।
শ্রমিকদের মজুরি বাড়ানোসহ শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিও জানান তারা। বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা অমানবিক। শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করাসহ তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
মোমিনছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রারম্ভিক বক্তব্য দেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল। ফেডারেশনের সংগঠক সন্দীপ রঞ্জন নায়েকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিপিবির সিলেট জেলার সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর প্রমুখ।