চট্টগ্রামে জেল থেকে ছাড়া পেয়ে মামলার খরচ জোগাতে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ল তারা। মোটরসাইকেল চোর চক্রের হোতা মিল্টন সরকার, মেহেদী হাসানসহ এ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার তাদের আটক করে নগরীর আকবরশাহ থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো- মিল্টন সরকার, মেহেদী হাসান, জালাল, ইসমাইল, মহিন উদ্দিন সুমন ও মামুন আলম। তাদের কুমিলল্গার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে ধরা হয়।

এসআই অর্ণব বড়ূয়া জানান, মোটরসাইকেল চুরি চক্রের হোতা মিল্টন। তার নেতৃত্বে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে কুমিল্লায় নেওয়া হয়। নাঙ্গলকোটে মেহেদীর নিজস্ব গ্যারেজ আছে। সেখানে চোরাই মোটরসাইকেলের রং, তেলের ট্যাঙ্ক পরিবর্তন এবং ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করে বিক্রি করা হয়। সিএমপির বিভিন্ন থানায় মেহেদীর নামে ১২টি এবং মিল্টনের নামে ১৫টি মামলা আছে। গতকাল তাদের বিরুদ্ধে নগরের আকবরশাহ থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, মিল্টন কিশোরগঞ্জের ভৈরব থানার বাসিন্দা; মেহেদী নাঙ্গলকোটের জালালের ছেলে। একই থানার আলী হোসেনের ছেলে জালাল, ফকির আহমদের ছেলে ইসমাইল ও মৃত আলী নেওয়াজের ছেলে সুমন এবং চৌদ্দগ্রাম থানার মৃত আবদুস সবুরের ছেলে মামুন। মিল্টন চুরির মামলায় গ্রেপ্তার হয়ে চার মাস আগে জামিনে মুক্তি পায়। তার নামে অনেক মামলা থাকায় এর খরচ চালাতে কষ্ট হওয়ায় জেল থেকে বের হয়ে ফের চুরি শুরু করে সে। তাদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।