- বাংলাদেশ
- কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু
কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু

ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের শাহানাজ বেগম (৫৯) নামের এক নারী বন্দি চিকিৎসাধীন মারা গেছেন।
শনিবার বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহানাজ পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
কারগার সূত্রে জানা যায়, রাজধানীর কামরাঙ্গীচর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শাহনাজকে ২০১৬ সালের ৩০মে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তরিত করা হয়। তিনি মানসিক ও এজমা রোগে আক্রান্ত ছিলেন।
শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের পরামর্শে পৌনে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন