- বাংলাদেশ
- থ্যালাসেমিয়া বাহকের নাম এনআইডিতে যুক্ত করতে আইনি নোটিশ
থ্যালাসেমিয়া বাহকের নাম এনআইডিতে যুক্ত করতে আইনি নোটিশ

থ্যালাসেমিয়া বাহকের নাম জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) যুক্ত করার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও বিএমডিসি কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা এ নোটিশের জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বিয়ের আগেই রক্ত পরীক্ষার মাধ্যমে প্রত্যেককে জানতে হবে তারা থ্যালাসেমিয়া বাহক কি না। দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে বন্ধ করা গেলেই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব।
মন্তব্য করুন