ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শেষ দু’দিন খেলা হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

শেষ দু’দিন খেলা হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২২ | ১০:১২ | আপডেট: ২৫ মে ২০২২ | ১০:১২

ঢাকা টেস্টের তৃতীয় দিনের এক সেশনের বেশি বৃষ্টিতে ভেসে গেছে। প্রায় চার ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ৩৯ ওভারের খেলা মাঠে কম গড়িয়েছে। ওই ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের শেষ দুই দিন সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে। 

এছাড়া আলো স্বল্পতা না হলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ম্যাচ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা টেস্ট পরিচালনার দায়িত্বে থাকা দুই আম্পায়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে চেপে ধরেছিল। তৃতীয় দিন প্রথম সেশনের মধ্যে ১৬৪ রানে তুলে নিয়েছিল লঙ্কানদের চার ব্যাটারকে। বৃষ্টির পরে ওই মোমেন্টাম হারায় বাংলাদেশ। ম্যাথুস ও ধনাঞ্জয়া ১০২ রানের জুটি গড়েন। সাকিব শেষ বেলায় ওই জুটি ভেঙেছেন।

আরও পড়ুন

×