- বাংলাদেশ
- সুপ্রিম কোর্টে তথ্য কেন্দ্র চালুর নির্দেশনা চেয়ে রিট
সুপ্রিম কোর্টে তথ্য কেন্দ্র চালুর নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের ফাইল ছবি
সুপ্রিম কোর্টে জনগণ ও গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য তথ্যকেন্দ্র তৈরি এবং তথ্য কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার রিটটি করেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে।
এ বিষয়ে শিশির মনির বলেন, সংবিধান ও ২০০৯ সালের তথ্য অধিকার আইনে সব ধরনের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তথ্যকেন্দ্র গঠন ও একজন তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।
তিনি রিট আবেদনে বলেন, সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এখানে কোনো তথ্যকেন্দ্র বা তথ্য কর্মকর্তা নেই।
মন্তব্য করুন