- বাংলাদেশ
- ভারতের দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি বেবিচকে হস্তান্তর
ভারতের দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি বেবিচকে হস্তান্তর

ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেবিচক সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী উপহার হিসেবে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমানের কাছে এ চাবি হস্তান্তর করেন।
এসময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম, বেচিককের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী আবদুল মালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন