- বাংলাদেশ
- ৭৫ বছর পর একসঙ্গে
৭৫ বছর পর একসঙ্গে

১৯৪৭ সালে ভাগ হয় ভারত-পাকিস্তান। এরপর পেরিয়ে গেছে ৭৫ বছর। এত বছর পর সম্প্রতি একত্র হওয়ার সুযোগ পেয়েছিলেন তিন ভাইবোন। তাঁরা হলেন- পাকিস্তানের মমতাজ বিবি এবং ভারতের গুরমুখ সিং ও বলদেব সিং। খবর বিবিসির।
রাজনৈতিক পটপরিবর্তনের শিকার হয়ে ছোটবেলায় আলাদা হয়ে যাওয়া মমতাজ বিবি পাকিস্তানে মুসলিম হয়ে বেড়ে উঠেছেন। আর তাঁর দুই ভাই হয়েছেন শিখ ধর্মাবলম্বী। ৭৫ বছর পর একত্র হয়ে তিনজনই ধর্মের বিষয়টি সহজেই মেনে নিয়েছেন।
বলদেব সিং জানান, 'তাঁদের বাবা পালা সিং ভেবেছিলেন, ৪৭ সালের দাঙ্গায় মেয়ে মমতাজ নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তানে মমতাজ এক মুসলিম দম্পতির কাছে বড় হন। বলদেব সিং বলেন, নাসির ধিলোন নামে পাকিস্তানি এক ইউটিউবার দেশভাগের সময় বিচ্ছিন্ন হওয়া বেশ কয়েকটি পরিবারকে তাদের স্বজনকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন। আমরা মমতাজকে ফিরে পাওয়ার আশায় ওই ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের বোনকে ফিরে পাই।
মন্তব্য করুন