- বাংলাদেশ
- শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিভেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিভেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছবি-সমকাল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সন্তোষ মল্লিক সমকালকে জানান, রোববার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে মাধবপুরের পাশাপাশি হবিগঞ্জ,মাধবপুর, চুনারুঘাটসহ বিভিন্ন স্টেশনের ৫টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা প্রচেষ্টার পর বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের জ্যেষ্ঠ প্রকৌশলী মিজানুর রহমান সমকালকে বলেন, কেন্দ্রের তিনটি ট্রান্সফর্মারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। নিয়ন্ত্রণ কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। তিনি জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
মন্তব্য করুন