- বাংলাদেশ
- বাজেট প্রক্রিয়ার সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে: ইনু
বাজেট হেল্পডেস্কের উদ্বোধন
বাজেট প্রক্রিয়ার সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে: ইনু

হাসানুল হক ইনু। ফাইল ছবি
সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বাজেট বরাদ্দ কতোটা সঙ্গতিপূর্ণ হচ্ছে সে বিষয়ে আইন-প্রণেতাদের মধ্যে আগ্রহ রয়েছে। ডিজিটাল বাজেট হেল্পডেস্কের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ক তথ্য ও গবেষণা অনলাইনে দিতে সমর্থ হলে তা সংসদ সদস্যদের কাজে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
রোববার অনলাইনে উন্নয়ন সমন্বয়ের ডিজিটাল বাজেট হেল্পডেস্ক-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত দেন।
সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, বাজেট যেহেতু জনগণের জন্যই সুতরাং বাজেট প্রক্রিয়ার সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। উন্নয়ন সমন্বয়ের সভাপতি বলেন, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটটি একটি বিশেষ পরিস্থিতিতে প্রস্তাবিত হতে যাচ্ছে। কারণ, এক দিকে করোনা-পরবর্তী পুনরুত্থান প্রক্রিয়া অর্থায়নের চাহিদা এবং অন্যদিকে ভূ-রাজনৈতিক অস্থিরতার ফলে সৃষ্ট সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিছুটা সঙ্কোচনমুখী আর্থিক নীতি প্রণয়নের চাপ- এই দুয়ের মধ্যে একটি ভারসাম্য কিভাবে করা যায় সেই নির্দেশনাই সবাই আশা করছেন জাতীয় বাজেট থেকে।
এই প্রেক্ষাপটে এই বাজেটকে ঘিরে জনমনে বাড়তি আগ্রহ থাকবে, আর সেই চাহিদা পূরণে এই ডিজিটাল বাজেট হেল্পডেস্ক বিশেষ সহায়ক হবে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, উন্নয়ন সমন্বয় বিগত এক দশকের বেশি সময় ধরে সংসদ সদস্যদের বাজেট অধিবেশন চলাকালে সংসদ ভবনের ভেতরে বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক থেকে বাজেট বিষয়ক তথ্য ও গবেষণা সহায়তা দিয়ে আসছে। এ বছর নতুন সংযোজন হিসেবে ডিজিটাল বাজেট হেল্পডেস্ক কার্যক্রম শুরু করা হয়েছে, যেখানে সংসদ সদস্যদের পাশাপাশি অন্য অংশীজনদেরও একই ধরনের সেবা দেওয়ার উদ্যোগ গৃহীত হয়েছে।
এই ডিজিটাল হেল্পডেস্কের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রকল্প পরিচালক জাহিদ রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন সংস্থার এমেরিটাস ফেলো সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী।
বাজেট ইনফরমেশন হেল্পডেস্কের হটলাইন নাম্বার: ০৯৬৩৯-৪৯৪৪৪৪
মন্তব্য করুন